MUKTI TV24
মোঃ সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা) থেকে:-
মানিকগঞ্জ সাটুরিয়া সাবরেজিস্টার অভিজিত কর মহোদয়ের সাথে মঙ্গলবার দুপুরে অফিস কক্ষে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সাটুরিয়া দলিল লেখক সমিতির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আজিজ,কোষাধক্ষ্য আবুল কালাম,সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল হালিম,তোফাজ্জল হোসেন,দলিল লেখক সিরাজুল, ইসলাম, রতন, মোতালেব,সমিতির কার্যকরী পরিষদের সদস্য আবুবকর সিদ্দিক প্রমুখ। এ সময় ২০২৩ ও ২০২৪ সালের সাটুরিয়া সাব রেজিস্ট্রি অফিসের অধিক্ষেত্রের মৌজার ওয়ারি শ্রেনী ভিক্তিক গড় মূল্য তালিকা বিষয়ে মতবিনিময় করেন। সাটুরিয়া উপজেলাবাসী ও সাটুরিয়া দলিল লেখক সমিতির সদস্যরা মৌজার নতুন গড় মূল্যের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সরকারি নিয়ম অনুযায়ী দলিল দাখিল পরিচালনা করেন।
Leave a Reply