নাটোরের সিংড়ায় উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে মাহবুব হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মাহবুব হোসেন উপজেলার ইটালী ইউনিয়ন কুমগ্রাম ( পদ্ম পুকুর) গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত
০৯ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৫.০০ ঘটিকার দিকে বৃহঃপতিবারে মাহবুব হোসেন তার স্ত্রীর সাথে
পারিবারিক কথা-কাটাকাটি করে
গ্যাস ট্যাবলেট খায়।
পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
চিকিৎসা শেষে নিজ বাড়িতে আসার পরে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটের দিকে সে মারা যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন,
এবিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনাই, ঘটনাটি শুনার পরে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে,পরিবারের অনুরোধে লাশটি দাফনের জন্য পরিবারের কাছেই বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply