নারায়ণগঞ্জ, সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা চুনের কারখানার চুনবোঝাই ট্রাকচাপায় জুনায়েদ হোসেন (১২) নিহত হয়েছে। রোববার বিকেলে ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। স্কুলছাত্র জুনায়েদ হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপারবাগ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও সনমান্দী হাছান খান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এদিকে স্কুলছাত্র নিহতের ঘটনায় পুরো এলাকায় ও সনমান্দী হাছান খান উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা এই স্কুলছাত্রের নিহতের বিচারের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।
Leave a Reply