নড়াইলের কালিয়ায় রকিবুল গাজী নামের এক কাঠমিস্ত্রি স্বামীর হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী দিপালী বেগম।
গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উড়শি গ্রামে রকিবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় এক ঘটনায় ছয় লক্ষ টাকা জরিমানা হয় স্বামী রকিবুল গাজীর। সেই জরিমানার টাকা স্ত্রী দিপালী বেগমের কাছে দাবি করেন রকিবুল। এ নিয়ে তাঁদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দিপালী স্বামীকে ওই টাকা জোগাড় করে দিতে অস্বীকৃতি জানান। এসময় কাঠের কাজ করা অবস্থায় হাতে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন কাঠমিস্ত্রি রকিবুল। এতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান দীপালী।
নিহত দিপালী বেগম চাচুড়ি গ্রামের আবু বক্কারের মেয়ে। কয়েক বছর আগে উড়শি গ্রামের লতিফ গাজীর ছেলে রকিবুলের সঙ্গে তাঁর বিয়ে হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বামীর হাতুড়িপেটায় অতিরিক্ত রক্তক্ষরণে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Leave a Reply